বোশেখ মাসে

48

তপ্ত রোদের খোলস ভেঙে
গাছের শাখে শাখে
কচি কচি সবুজ পাতা
বোশেখী রঙ আঁকে।

উদোম গায়ে খালি পায়ে
দস্যি ছেলের দল
পুকুর জলে খেই হারিয়ে
করে কোলাহল।

ঝিম ঝিমা ঝিম রোদের নাচন
বিলের পরে বিল
আকাশ পানে উড়তে থাকে
বোশেখ মাসের চিল।

কোকিল কন্ঠে বেজে ওঠে
কী মায়াময় সুর
যার নিনাদে নেচে ওঠে
গাঁয়ের সখীপুর।

কোথাও কোথাও রঙ ছড়িয়ে
কৃষ্ণচূড়া হাসে
ভর দুপুরে নগ্ন রোদের
পাগলা বোশেখ মাসে।