বোলারদের দাপটে শীর্ষে দিল্লি

10

দারুণ ছন্দে ছিল রাজস্থান রয়্যালস। ১৫তম ওভার শেষে জয়ের জন্য ৩০ বলে ৩৯ রানের মামুলি লক্ষ্যই ছিল স্টিভেন স্মিথদের সামনে। ব্যাটিংয়ে ছিলেন অভিজ্ঞ রবিন উথাপ্পা ও রাহুল তেওয়াটিয়া। তবে দিল্লি ক্যাপিটালসের বোলাররা শেষ ওভারগুলোতে কি দুর্দান্তই না খেললো। কাগিসো রাবাদা, অ্যানরিচ নরকিয়ে, রবীচন্দ্রন অশ্বিন ও অভিষিক্ত তুষার দেশপান্ডের বোলিং নৈপুণ্যে ১৩ রানের জয় তুলে নিয়েছে রিকি পন্টিংয়ের দল। এরইসঙ্গে আইপিএলের পয়েন্ট টেবিলে মুম্বাই ইন্ডিয়ানসকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে দিল্লি। আসরের ৩০তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হয়েছিল দুদল। যেখানে প্রথমে ব্যাট করা দিল্লি নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে। জবাবে ব্যাট করতে নামা রাজস্থান ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করতে পারে। ম্যাচ সেরার পুরস্কার পান অ্যানরিচ নরকিয়ে।