বোধন ও পশ্চিমবঙ্গের নাদ এর অনুষ্ঠান বিনিময়ে সমঝোতা

21

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ও পশ্চিমবঙ্গের সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সংগীত গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ‘নাদ’ এর সাথে অনুষ্ঠান বিনিময় সংক্রান্ত সমঝোতা হয়। সমঝোতা উপলক্ষে আলোচনা করতে এবং কর্মসূচি তৈরি করতে নাদ এর প্রতিষ্ঠাতা ঋত্বিক ব্যানার্জী এবং সভাপতি তৃণা ঘোষ গত ৩ ও ৪ নভেম্বর বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সকল সদস্যদের সাথে আলাপচারিতায় অংশ নেন। ৩ নভেম্বর হোটেল লবিতে এবং ৪ নভেম্বর বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম পরিদর্শনকালীন আলোচনা অনুষ্ঠানে বোধন ও নাদ এর মধ্যে অনুষ্ঠান বিনিময় কার্যক্রম নিয়ে সমঝোতা হয়। বোধন সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে দুইদিনব্যাপী আলোচনায় উপস্থিত ছিলেন বোধনের সহ-সভাপতি এড. নারায়ণ প্রসাদ বিশ্বাস, প্রবীর পাল, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শিমুল নন্দী, অনুষ্ঠান সম্পাদক জাভেদ হোসেন, দপ্তর সম্পাদক তৈয়বা জহির আরশি, নির্বাহী সদস্য সুজিত রায়, সুছন্দা ঘোষ, জ্যেষ্ঠ সদস্য শিপ্রা দাশ, ফাহমিদা পলি, পিউ সরকার, মোহিনী সংগীতা সিংহ, নিশাত আক্তার, হৈমন্তী তালুকদার, রমিজ বাবু, জিকো সরকার, ঝলক কুমার লোভন, প্রজ্ঞা পারমিতা, হিমানী মজুমদার, প্রণিতা দেব চৈতি, তুর্ণা দাম, সন্দীপন সেন একা, আরমান আজাদ, রীমা দাশ, অদ্রিতা রক্ষিত, সৌরভ দে, অর্চি দত্ত, সোনিয়া, লাবন্য দেব শ্রেয়া, নীল মজুমদার, নাফিস মুরসালিন, অরিত্রি চৌধুরী, সুমি মল্লিক, ফাল্গুনী চৌধুরী, চিন্ময় মিত্র, শিমলা চক্রবর্তী, মিথিলা দাশ, কেয়া চক্রবর্তী, সত্যজিৎ চক্রবর্তী সহ বোধনের সদস্যরা। বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম পরিদর্শনের পর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে নাদ এর দুই কর্ণধারকে বোধনের পক্ষ থেকে ফুল ও উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নাদ এর পক্ষ থেকেও বোধনকে উত্তরীয়, স্মারক ও বোধনের পাঠাগারের জন্য বেশকিছু বই উপহার হিসেবে দেয়া হয়। এসময় বক্তব্য দেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ, ঋত্বিক ব্যানার্জী ও তৃণা ঘোষ। অনলাইনে ঢাকা থেকে যুক্ত হন বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের অধ্যক্ষ পারভেজ চৌধুরী। ভবিষ্যতে এই দুই সংগঠন দুই বাংলাসহ সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনকে জোরালো করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। বিজ্ঞপ্তি