বোড অব ট্রাস্টিজের সাথে ইসলামিক রিলিফ ইউকে’র বৈঠক

10

 

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) এর সাথে ইসলামিক রিলিফ ইউকের দ্বিপাক্ষিক বৈঠক গত ২৩ মার্চ সকাল ১০ টায় সীতাকুন্ড কুমিরাস্থ আইআইইউসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে দ্বিপক্ষীয় বৈঠকে আইআইইউসি বিওটির পক্ষে প্রতিনিধিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এবং ইসলামিক রিলিফ ইউকের পক্ষে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ আকমল শরীফ। ইসলামিক রিলিফ ইউকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ আকমল শরীফ তাঁর বক্তব্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর শিক্ষার উন্নত পরিবেশ এবং বিশাল অবকাঠামোর উচ্ছসিত প্রশংসা করে বলেন, একাগ্রতা ও দৃঢ় মনোবৃত্তি থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা কোন ব্যাপারই নয়। তিনি আরো বলেন, জাতি- ধর্ম -নির্বিশেষে মানুষের জন্য কাজ করার পেছনে আমাদের মূল অনুপ্রেরণা হলেন হযরত মুহাম্মদ (সা:)। রাসুলুল্লাহ সাঃ এর শিক্ষা মতো আমরা সকল মানুষের জন্য কাজ করছি। তিনি ভবিষ্যতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সাথে যৌথভাবে কাজ করার, বিশেষ করে অভিজ্ঞতা বিনিময়, আইআইইউসির শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা, উন্নত প্রশিক্ষণ ও গবেষণাকর্মে সহায়তা প্রদান এবং অবকাঠামো উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে আইআইইউসি’ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় সমূহের সাথে আন্ত:বিশ্ববিদ্যালয় সম্পর্ক জোরদার, উন্নত প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রের প্রতি অধিকতর গুরুত্বারোপের মাধ্যমে আইআইইউসিকে প্রকৃত আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বর্তমান বিওটির গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রফেসর ড. হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. সালেহ জহুর, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শফীউর রহমান, প্রফেসর ড. মাসরুর মাওলা, ড. মহিউদ্দিন, ফাইনান্স ডাইরেক্টর আফজাল আহমদ, আইটি ডিভিশনের পরিচালক জিয়াউর রহমান।