বৈশাখী মেলা

114

বৈশাখী মেলা বসে কুলবাড়িয়ায়
খেলার সাথিরা মিলে একসাথে যাই।
রিপন, মজনু ও জাহাঙ্গীর ভাই-
ফারুকের সাথে চড়ি নাগরদোলায়।

বাহারি রঙের ফুল তালপাতা বাঁশি
পুতুলের নাচ দেখে আনন্দে হাসি।
ছোটচাচা কিনে দেন টমটম গাড়ি
পুতুলের বিয়ে দিতে মিতু কেনে শাড়ি।

খেলনা পাতিল কেনে আমাদের রিনি
তাই দেখে আমিও যে ডুগডুগি কিনি।
মেলা থেকে কিনি আরো লাল-নীল ঘুড়ি
মন পাখা মেলে যেন দূরাকাশে উড়ি।

জিলেপির স্বাদ খুব লেগে থাকে মুখে
বড় এক হাতি এসে থামে সম্মুখে।
জুয়েলের সাথে চড়ি হাতির পিঠে
দানাদার সন্দেশ লাগে যে মিঠে।

খুব মজা খেতে আরো পাখি-মিষ্টি!
আর কিছু চায় না তা পেলে বিষ্টি।
কদমা ও চমচম খেতে বেশি মজা
মুখে রস লেগে যাবে খাও যদি গজা।

প্রতিবার বৈশাখে বসে এই মেলা
আনন্দ-হাসি গানে কেটে যায় বেলা।