বৈলতলীতে নিজস্ব অর্থায়নে ধোপা পুকুরে রিটানিং ওয়াল নির্মাণ

3

চন্দনাইশ প্রতিনিধি

উপজেলার বৈলতলী ধোপা পাড়ার পুকুরের পশ্চিম পাড়ে ২ লক্ষাধিক টাকা ব্যয়ে রিটানিং ওয়াল নির্মাণ করেছেন কলিম উল্লাহ চৌধুরী। সরেজমিনে গিয়ে দেখে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,  ৈতৈলী ধোপা পাড়া এলাকার ধোপা পুকুরের পশ্চিম পাড় দিয়ে যানবাহন চলাচল করার পাশাপাশি এ এলাকার সাধারণ মানুষ চলাচল করে থাকে। কিন্তু পুকুরের পানিতে সড়কটি কয়েক বছর ধরে একটু একটু করে ভাঙ্গনের ফলে সড়কটি সরু হয়ে আসছিল। বিষয়টি অনুধাবন করে স্থানীয় কলিম উল্লাহ চৌধুরী জেলা পরিষদের অর্থায়নে ২লক্ষ ৫০ হাজার ব্যয়ে ধোপা পুকুর পাড়ের একটি অংশ রিটানিং ওয়াল নির্মাণ করা হয়। বাকি অংশ ২ লক্ষ টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে রিটানিং ওয়াল নির্মাণ করে দিয়েছেন স্থানীয় কলিম উল্লাহ চৌধুরী। তিনি বলেন, সরকারিভাবে সকল কাজ করা সম্ভব নয় বিধায় তিনি ব্যক্তিগত উদ্যোগে জনগণের ব্যবহৃত সড়কটি তলিয়ে না যাওয়ার লক্ষ্যে এ রিটানিং ওয়ালটি নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন।