বৈদিক পরিষদের ক্লাস উদ্বোধন

74

বাংলাদেশ বৈদিক পরিষদের বৈদিক ক্লাস উদ্বোধন বাংলাদেশ বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ১২ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজ, কোরবানীগঞ্জে (বেদ,উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভবদগীতা, চন্ডী, স্মৃতি শ্রাস্ত্র, জ্যোতিষ, সংস্কৃত, ব্যাকরণ কাব্য, পৌরহিত, ব্রাহ্মণ ও আরণ্যক) এর ক্লাস উদ্বোধন সংগঠনের কার্যকরী সভাপতি অরণ কান্তি মল্লিকের সভাপতিত্বে এবং মাভৈঃ তারানাথ চক্রবর্ত্তী ও সুমন ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। শিক্ষক মানিক চন্দ্র বৈদ্যের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুর হয়। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শ্রীকৃষ্ণায়নের অধ্যক্ষ শ্রীমৎ গৌর গৌবিন্দ ভক্ত দাস। উদ্বোধক ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর নিলু নাগ, সূর্য্যনন্দ গিরিমহারাজ, বিশেষ অতিথি ছিলেন বৈদিক পরিষদ উত্তর জেলা সভাপতি এড. নিরঞ্জন কুমার চৌধুরী, দক্ষিণ জেলা সভাপতি ডা. বাবুল কান্তি চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি অধ্যাপক জনার্দন বনিক আরো বক্তব্য রাখেন ডা. নারায়ন মজুমদার, এড. কৃষ্ণা ভট্টাচার্য্য, রমকী সেনগুপ্ত, শিক্ষক উত্তম চক্রবর্ত্তী, রাজশ্রী মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্ত্তী, রাজীব দে, অধ্যাপক মৃণাল বনিক, অজয় বনিক, চন্দন চক্রবর্ত্তী, যুবরাজ মল্লিক, প্রান্ত আচার্য্য, অজয় দাশ, অনুপম মল্লিক, জিকু দত্ত, রিংকু বিশ্বাস, বিভাষ দাশ, উজ্জ্বল সেন, শিমুল দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশন করেন মিশন দত্ত সপু, নিশীতা দাশগুপ্ত, বানী চক্রবর্ত্তী। নৃত্য পরিবেশন করেন অমৃতা মল্লিক। প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে কায়সার নিলুফার কলেজ, কোরবানীগঞ্জে ৩য় তলায় অবৈতনিকভাবে বৈদিক ক্লাস পরিচালিত হবে। বিজ্ঞপ্তি