‘বৈদিক তথ্য কণিকা’র প্রকাশনা উৎসব কাল

33

বাংলাদেশ বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘বৈদিক তথ্য কণিকা’র প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন চবি’র রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাপসী ঘোষ রায়। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করবেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার বৈদ্য। মোড়ক উন্মোচন করবেন শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি থাকবেন চসিক কাউন্সিলর নীলু নাগ, প্রধান শিক্ষক মানিক চন্দ্র বৈদ্য, প্রধান শিক্ষক উত্তম চক্রবর্তী।
প্রধান বক্তা থাকবেন বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যক্ষ জনার্দন বণিক। সভাপতিত্ব করবেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি অরুন কান্তি মল্লিক। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য প্রকাশনা উৎসব উপ-কমিটির আহŸায়ক ডা. নারায়ন চন্দ্র মজুমদার ও সদস্য সচিব অ্যাড. তৃষ্ণা ভট্টাচার্য্য অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি