বৈঠকখানায় এসএসসি’৯০ এর বন্ধুদের ঈদ উত্তর সম্মিলন

105

পূর্বদেশ অনলাইন
আজ ২৯ এপ্রিল শনিবার রাত ৮টায় হালিশহর বি-ব্লকে অবস্থিত প্রসিদ্ধ রেস্তোরাঁ বৈঠকখানায় এসএসসি’৯০ এর বন্ধুদের ঈদ উত্তর সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সংগঠক খোন্দকার আসাদুজ্জামান আসাদের নিমন্ত্রণে আয়োজিত এ সম্মিলনে ১৯৯১ সালের এই দিনের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কথা গভীর ভাবে স্মরণ করা হয়। উল্লেখ্য ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, মীরসরাই, সন্দ্বীপ, হালিশহরসহ উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়। প্রলয়ংকরী এই তাণ্ডবের ৩১ বছর পরও উপকূলীয় এলাকাগুলোর অনেক স্থানে স্থায়ী বেড়িবাঁধ হয়নি। অরক্ষিত উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের খবর শুনলে এখনও নির্ঘুম রাত পার করেন। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড আনোয়ারা উপকূলীয় অঞ্চলে ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় সেই রাতে। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের অনেকের পরিবার, আত্মীয় স্বজনরাও ক্ষতিগ্রস্ত হন সেই জলোচ্ছ্বাসে। অনুষ্ঠানে দিনটির স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। পরে ওয়াহিদুর রহমান তৌফিকের সার্বিক তত্বাবধানে সম্মিলন ও প্রীতিভোজে উপস্থিত ছিলেন মেছবাহ উদ্দিন শাহীন, আবু সাঈদ মাহমুদ সোহেল, মোঃ জাফর উল্ল্যাহ চৌধুরী, মিলন কান্তি দাশ, মোঃ নুরুল আলম, নাঈম হাসান, শহীদুল ইসলাম, রাশেদ মাহমুদ, আহম্মদ কবির সুমন, মাহবুব আলম আজাদ, মিখাইল মোহাম্মদ রফিক, মুরশিদ বাবু, সবুজ, নাসির, বাবর, আমানত, ফারুক, স্বপন, মিলুসহ প্রমুখ বন্ধু।