বেহাল দশা জামিজুরী আর্দশ গ্রাম সড়কের

3

 

উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী-আর্দশ গ্রাম সড়কটির কিছু অংশ কাঁচা থাকার কারণে বর্ষা মৌসুমে সড়কটি যেন ধানী জমিতে পরিণত হয়। খালি পায়ে ছাড়া চলাচল করা যায় না। যানবাহন চলাচল বন্ধ থাকে বর্ষা মৌসুমে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দোহাজারী পৌরসভার পূর্বাংশে জামিজুরী-আদর্শ গ্রাম সড়কটি ৩ কি.মি মধ্যে নগর অবকাঠামো উন্নয়নে ৯৮ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে ইতিমধ্যে সড়কের ৮’শ ৮৫ মিটার সড়ক আর সিসি ঢালায় করে চলাচলের জন্য উমুক্ত করে দেয়া হয়। বাকি অংশ কাঁচা থাকার কারণে সামান্য বৃষ্টিতে সড়কটি কর্দমার্ক্ত হয়ে পড়ে। দেখে যেন মনে হবে ধানী জমির মত। বর্ষা মৌসুমে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ফলে আর্দশ গ্রামের মানুষ ও পাহাড়ে যাওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগের যেন শেষ থাকে না। এ ব্যাপারে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী বলেছেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে নগর অবকাঠামো উন্নয়নে প্রায় কোটি টাকা ব্যয়ে সড়কের একটি অংশ সিসি ঢালায় করা হয়। বাকি অংশ ব্রীকসলিনের মাধ্যমে কার্পেটিং বা সিসি ঢালায় করা না হলে ঐ এলাকার জনগণের দুর্ভোগ থেকেই যাবে। এ ব্যাপারে তিনি স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী, দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করেছেন। ছবি ও প্রতিবেদন : চন্দনাইশ প্রতিনিধি