বেতাগীর আমান উল্লাহ সড়ক সংস্কারকাজ শুরু

13
রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের চলাচলের প্রধান মাধ্যম কোর্ট কাম আমান উল্লাহ সড়কের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। স্বাধীনতার পর থেকে অবহেলায় পড়ে থাকা বেহাল এই সড়কটির কারণে ইউনিয়নটির হাজার হাজার মানুষ চরম জনদুর্ভোগে ছিল। অবশেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে বেহাল এই সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়। বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদার, ঠিকাদার চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন লিটন, ইউপি সদস্য রেজাউল করিম তালুকদার, সুফিয়া বেআক্তার, মহরম আলী, মো. সৈয়দ সাঈদ, রফিক উদ্দিন তালুকদার, রোজী সাঈদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ। এসময় উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, কোর্ট কাম আমান উল্লাহ সড়কটি এলজিইডির মাধ্যমে মোট ৩ কোটি ৯১ লাখ ব্যয়ে কাউখালী থেকে বড়–য়া পাড়া পর্যন্ত সংস্কার করা হচ্ছে। আবার সেখান থেকে অন্য একটি প্রজেক্টের সাহায্যে বাকী অংশও সংস্কারপূর্বক মূল সড়কের সাথে গিয়ে সংযুক্ত হবে। কাউখালী থেকে আরসিসি দ্বারা স¤প্রসারণ করা হবে ১১৯২ মিটার, ১৪৪৪ মিটার কার্পেটিং এবং সংযুক্ত আরও ১২০ মিটার আরসিসিসহ মোট ২৭৫৬ মিটার সড়ক সংস্কার করা হবে। এরমধ্যে ছোট-বড় ৫টি কালভার্টও নির্মাণ করা হবে। ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, সড়কটি সংস্কার করা এতদঅঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের হাত ধরে অবহেলিত বেতাগী উন্নয়নে পাল্টে গেছে। আশাকরি বাকী উন্নয়ন কাজও উনার হাত ধরে দ্রæত বাস্তবায়িত হবে।