বেগম রোকেয়া, প্রীতিলতা জাহানারা ইমাম শ্রদ্ধাঞ্জলি

15

মোরা পত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রামের উদ্যোগে গত ৯ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় মোমিন রোডস্থ শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রাম কার্যালয়ে তিনজন মহিয়সী রমণী- নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া-বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার-শহীদ জননী জাহানারা ইমামকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হয়। সজল দাশের সঞ্চালনায় খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি, কবি আশীষ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবুল বশর।
প্রধান আলোচক ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টি জেএসপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত। আলোকিত অতিথি ছিলেন ধর্মতত্ত¡বিদ স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ আলোচক ছিলেন শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার অজিত কুমার শীল, শ্রমিক নেতা নুরুচ্ছাফা মুন্সী, আওয়ামী লীগ নেতা রাজগোপাল ঘোষ, মানবাধিকার সংগঠক ওচমান জাহাঙ্গীর, কবি ও সংগঠক আবদুল্লাহ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন মোপলেসের প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নারায়ণ দাশ, সংগঠক শিমুল দত্ত, সংগঠক দিলীপ সেনগুপ্ত, মোপলেসের সাধারণ সম্পাদক নিলয় দে, সংস্কৃতিকর্মী সবুজ চৌধুরী রকি।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি শাহ্ নুরুল আলম, চট্টগ্রাম ন্যাশনাল পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াতুল করিম রিয়াদ, শিক্ষক দুলাল বড়ুয়া, কবি ডা. চয়ন চক্রবর্ত্তী, হুমাইয়া জান্নাত, রতন ঘোষ ও অপু ধর প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অচিন্ত্য কুমার দাশ ও দিলীপ সেনগুপ্ত। প্রধান অতিথি আবুল বশর বলেন- তিনজন মহিয়সী রমণী- বেগম রোকেয়া-প্রীতিলতা ওয়াদ্দেদার-জাহানারা ইমামকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটির তাৎপর্য বিশাল। তাঁরা তাঁদের কাজের মাধ্যমে বাঙালির হৃদয় আসনে ঠাঁই করে নিয়েছেন। স্বদেশ চক্রবর্ত্তী বলেন, তিনজন মহিয়সী রমণীর কর্ম প্রচেষ্টা ছিল সত্য ও সুন্দর। সভার সভাপতি কবি আশীষ সেন বলেন- তিনজন মহিয়সী রমণী ছিলেন নিজগুণে গুণান্বিত, স্ব-মহিমায় উদ্ভাসিত। তাঁদের নিয়ে যতবেশি আলোচনা করা হবে ততই বেশি তরুণ প্রজন্ম, সমাজ, দেশ ও জাতি উপকৃত হবে। বিজ্ঞপ্তি