বেগম রোকেয়ার চিন্তার ফসল আজকের নারীর অগ্রযাত্রা

46

বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের উদ্যোগে এক আলোচনা সভা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি হাসিনা মান্নানের সভাপতিত্বে গতকাল ৯ ডিসেম্বর বিকেল ৪টায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য এড.বাসন্তী প্রভা পালিত, মিসেস জান্নাত আরা মঞ্জু, সৈয়দা রিফাত আকতার নিশু। সংস্থার নির্বাহী কর্মকর্তা শাহানা পারভিনের পরিচালনায় এতে উপস্থিহত ছিলেন সংস্থার কর্মকর্তা জহিরুল ইসলাম, রুশ্নি আকতার, অবকাশ চাকমা, মোঃ নাঈম পারভেজ, মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। সভার সভাপতি হাসিনা মান্নান বলেন বেগম রোকেয়ার হাত ধরে বাঙালী নারী জাগরণের অগ্রযাত্রা। আজকের দিনে শিক্ষা, কর্মক্ষেত্রসহ সর্ববিষয়ে নারীদের যে অফুরন্ত সাফল্য ও জয়জয়কার তার মুল চেতনার কারিগর বেগম রোকেয়া। নারী শিক্ষা ও জাগরণে বেগম রোকেয়া সাখাওয়াত যুগ যুগ আমাদের সকলের কাছে প্রেরণার চির উৎস হয়ে থাকবে। বেগম রোকেয়ার চিন্তা, চেতনা, সংগ্রাম, আদর্শ ও ত্যাগের মহান শিক্ষা নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য আজও নারী সমাজের জন্য অনুকরণীয় এবং অনুস্মরণীয়। তিনি বর্তমান প্রজন্মের নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মানুষ হওয়ার আহবান। আর সমাজ ও দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষাকে মুল চালিকা শক্তি হিসেবে কাজে লাগানোর আহবান জানান। বিজ্ঞপ্তি