বেইজিং শীতকালীন অলিম্পিকের বিরুদ্ধে তিব্বতে ছাত্রদের বিক্ষোভ

10

 

স্টুডেন্টস ফর ফ্রি তিব্বত (এসএফটি) এর কর্মীরা চীনে অনুষ্ঠিত বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের বিরুদ্ধে ধর্মশালায় একটি প্রতীকী ফটো অ্যাকশনসহ বিশ্বব্যাপী প্রতিবাদে যোগ দিয়েছিল। একইসঙ্গে ওইদিন সকালে তিব্বতি কর্মীরা বেইজিং শীতকালীন অলিম্পিকের বিরুদ্ধে প্রতিবাদে একটি নাটকও মঞ্চস্থ করেছে। তিব্বতি কর্মীরা বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিককে ‘গণহত্যা ২০২২’ বলে অভিহিত করেছেন। অ্যাক্টিভিস্টরা অভিযোগ করেন- ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক চীন সরকারের নৃশংসতা এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মধ্যে শুরু হয়েছে। প্রচারাভিযান সমন্বয়কারী তেনজিন লেখডেন বলেছেন ‘আমরা বেইজিং শীতকালীন অলিম্পিক ২০২২ এর উদ্বোধনের প্রতিবাদ করছি। তাই, আমরা এখানে তিব্বতে কারাগারে বন্দী ১০ লাখ উইঘুর এবং ভাষা ও মানবাধিকার প্রবক্তাদের জন্য এবং হংকংয়ের স্বাধীনতাকামীদের জন্য আমাদের আওয়াজ তুলছি। বেইজিং শীতকালীন অলিম্পিকের প্রতিবাদে তাদের নাটকের বিষয়ে তিনি বলেছিলেন, ‘এখানে খেলোয়াড়দের চোখ বেঁধে রাখা হয়েছে এবং একটি মুখোশ রয়েছে তাই এটি তিব্বতে এই মুহূর্তে চীনা কমিউনিস্ট পার্টির দ্বারা সংঘটিত নৃশংসতার প্রতি বধির এবং চোখ অন্ধের প্রতীক। ‘আমাদের এখানে রাজনৈতিক বন্দীদের প্রতিনিধিত্ব এবং গণহত্যার পদক রয়েছে,’ যোগ করেছেন তেনজিন লেখডেন।
এসএফটি বলেছে- বেইজিংকে ২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস প্রদান করা চীনা শাসনের অধীনে বসবাসকারী মানুষের অধিকার এবং জীবনযাত্রার উন্নতির জন্য একটি অনুঘটক হিসাবে প্রমাণিত হয়নি।