বৃহত্তর হোয়ারপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন

51

বৃহত্তর হোয়ারপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর এর সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকী, মহাসংঘদান, জ্ঞাতীসম্মেলন-১৯ গত ২৭ ডিসেম্বর শুক্রবার নগরীর কাতালগঞ্জস্থ নবপন্ডিত বিহারে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি প্রফেসর ডঃ বিকিরন প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক উপানন্দ মহাথের, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ থের, ধম্মানন্দ থের, তনহংকর ভিক্ষু। উদযাপন পরিষদের সচিব দেবপ্রিয় বড়ুয়া দেবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডঃ দীপংকর শ্রীজ্ঞান, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, মহিলা নেত্রী সঞ্চিতা বড়ুয়া, নেভী রাণী বড়ুয়া, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বড়ুয়া, উদযাপন পরিষদের চেয়ারম্যান ডাঃ অনিল কান্তি বড়য়া, রবীন্দ্রলাল বড়ুয়া, সুকুমার বড়ুয়া, দিপন কান্তি বড়ুয়া, অধ্যক্ষ শতদল বড়ুয়া। পরিশেষে জ্ঞাতী ভোজন ও দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনায় সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তি