বৃষ্টির জন্য ফটিকছড়িতে নামাজ আদায়

2

ফটিকছড়ি প্রতিনিধি

সারা দেশের মতো ফটিকছড়িতেও তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনাবৃষ্টি আর আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল। ক্রমশ নামছে পানির স্তরও। তাপের প্রকোপ থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
গত বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ভূজপুর থানাধীন জামিয়া আবুবকর ছিদ্দিক (রা.) আল ইসলামীয়া মাদ্রাসা মাঠে ইস্তিস্কার নামাজে ইমামতি করেন মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা নুরুল আবছার। নামাজে অংশগ্রহণ করেন শতাধিক মুসল্লি। নামাজ শেষে মোনাজাতে কান্নাজড়িত কণ্ঠে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য আকুতি জানান মুসল্লিরা।
মুসল্লিরা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জনজীবনে অস্বস্তি বিরাজ করছে।
মাওলানা নিজাম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য হাহাকার করছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর এ চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তিস্কার বলা হয়।