বৃদ্ধা মা ও প্রতিবন্ধী বোনের জন্য আর্থিক সাহায্য চান রহিম

75

মোহাম্মদ আব্দুর রহিম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় একজনের দিনমজুরিতে পরিবারের ভরণ-পোষণ, চিকিৎসা খরচ ও বাসা ভাড়া দিয়ে নিজেদের একটি ঘর করা সম্ভব হয়নি তার।
আব্দুর রহিম ও তার বোন দুইজনই প্রতিবন্ধী। তার পরিবারের মোট সদস্য সাত জন। ১৯৯১ সালের বন্যায় ঘর ভেঙ্গে যাওয়ার পর থেকে পরিবার পরিজন ও ৬৫ বছরের বৃদ্ধা মা ও প্রতিবন্ধী অসুস্থ বোনকে নিয়ে চট্টগ্রাম শহরে ভাড়া ঘরে জীবনযাপন করে আসছেন রহিম। সাহায্যের হাত বাড়িয়ে দেবে এমন কোন আত্মীয়-স্বজনও নেই তার। বোনটা অসুস্থ ও প্রতিবন্ধী বলে ভাড়ার চেয়েও এক হাজার টাকা বেশি দেওয়ার পরও ভাড়া বাসায় থাকা দুস্কর হয়ে গেছে।
এ অবস্থায় বৃদ্ধা মা ও প্রতিবন্ধী বোনকে সাহায্যের জন্য জন্য দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন মো. আব্দুর রহিম। সাহায্য পাঠানোর ঠিকানা: ডাচ বাংলা ব্যাংক হিসাব নম্বর: ১৩৩১৫১০১৬২৪৭৫, বিকাশ ও রকেট-০১৮১৫-৬০২০৮৪। মোবাইল নম্বর: ০১৮১৫-৬০২০৮৪। বিজ্ঞপ্তি