বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন ফজলে করিম এমপি

4

রাউজান প্রতিনিধি

রাউজানে জাতির জনকের প্রতিশ্রদ্ধা ও আদর্শ বাস্তবায়নে ১৮টি স্থায়ী বহুতল বিশিষ্ট কমপ্লেক্স নির্মাণসহ স্বাধীনতা পরবর্তী নানা প্রশংসিত কর্মকান্ডে দেশের ইতিহাস সৃষ্টি কারী রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বৃক্ষরোপণে ২য় বারসহ ৫ম বারের মত জাতীয় পুরস্কার অর্জন করেছেন। গত ২৪ জুলাই ঢাকায় বন ও পরিবেশ মন্ত্রীর কাছ থেকে সাংসদের এ পুরস্কার গ্রহণ করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পুত্র ফারহান করিম চৌধুরী। ইতোপূর্বে সাংসদ ফজলে করিম চৌধুরী পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৩ সালে প্রথম জাতীয় পুরস্কার হিসেবে পরিবেশ পদক অর্জন করেন। কৃষিখাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক লাভ করেন। রাউজান উপজেলায় ১ ঘন্টায় ৪ লক্ষ ৮৭ হাজার ৫ শত ৪০টি গাছের চারা রোপণ করায় ২০১৮ সালে তৃতীয় বারের মতো বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার অর্জন করেন। মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চতুর্থ বারের মতো ২০২১ সালে জাতীয় মৎস্য পদকে ভূষিত হয়েছিলেন তিনি। এবার ২০২২ সালে পঞ্চম বারের মতো বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার পেয়েছেন। এদিকে তিনি জাতীয় পুরস্কার অর্জন করায় বিভিন্ন সংগঠন ও শ্রেণীর পেশার মানুষ অভিনন্দন জ্ঞাপন করেছেন।