বুুদ্ধিজীবী দিবসে দৃষ্টির আবৃত্তি আয়োজন ‘মুক্তির কথা শুনি’

39

এদেশকে ভালোাবেসে, এদেশের লাল সবুজের পতাকার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা । ১৪ ডিসেম্বর। ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। দেশের এগিয়ে যাওয়ায় যারা স্তম্ভ, সেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল এই দিনে। বুদ্ধিজীবী দিবস স্মরণে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত আয়োজন ‘মুক্তির কথা শুনি’ ১৪ ডিসেম্বর বিকাল ৫.৩০টা থিয়েটার ইন্সটিটিউট মিলনঅয়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্ল্যানচ্যাট বিতর্ক, আবৃত্তি, গান ও বুদ্ধিজীবীদের জীবনী থেকে পাঠ করবেন সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, উপ পুলিশ কমিশনার বিজয় বসাক, কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরী, নাট্যজন সাবিরা সুলতানা বিনা, আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী, ফারুক তাহের, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সায়ারা শানাফা শ্রæতি, বিতার্কিক সাইফুদ্দিন মুন্না, তানভির আহমেদ সিদ্দিকী, কাজী আরফাত। সংগীত পরিবেশন করবে বনকুসুম বড়–য়া নুপুর, মাহফুজুর ইসলাম ও প্রিয়ম দাশ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক পূর্বকোণ এর ফিচার সম্পাদক এজাজ ইউসুফী। বিজ্ঞপ্তি