বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত বিল গেটস

8

পূর্বদেশ অনলাইন
বিশ্বসেরা প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইটে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিল গেটসের করোনা শনাক্ত হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। টুইটার পোস্টে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমার করোনা শনাক্ত হয়েছে। আমি মৃদু উপসর্গ অনুভব করছি। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে থাকছি। ’ আরেক টুইটার পোস্টে বিশ্বের অন্যতম এই ধনী লিখেছেন, তিনি সৌভাগ্যবান। কারণ, তিনি টিকা নিতে পেরেছেন। বুস্টার ডোজও নিয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন। করোনা মহামারি মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন বিল গেটস। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে টিকা ও ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। এর আগে বার বারই করোনার ভয়াবহতা নিয়ে সবাইকে সতর্ক করে বিল গেটস বলেছেন, করোনা থেকে রক্ষা পেতে, মাস্ক পরা, বড় পরিসরে কোনো অনুষ্ঠান এড়িয়ে যাওয়া এবং ভ্যাকসিন নিতে হবে। সুরক্ষার জন্য বুস্টার ডোজ নিতে হবে সবাইকে।