বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভূমিকা আছে : নাছির

11

 

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের দিনভর কর্মসূচি ১ এপ্রিল সকাল ১০টা থেকে পাথরঘাটাস্থ আশরাফ আলী রোডের অস্থায়ী কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে ছিল শিক্ষা উদ্যোক্তা ও গুণীজন সংবর্ধনা, নব নির্বাচিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির শপথ গ্রহণ, ‘বুনিয়াদী শিক্ষার ক্ষেত্রে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভূমিকা শীর্ষক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষা উদ্যোক্তাদের মিলনমেলা, প্রীতিভোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন ও প্রধান বক্তা বিকেএ’র কেন্দ্রীয় চেয়ারম্যান এল.এম. কামরুজ্জামান। চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান লায়ন মুহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিকেএ’র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব জয়নুল আবেদীন জয়, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, চবি গবেষক ভাস্কর ডি. কে দাশ মামুন এবং বিকেএ’র কেন্দ্রীয় সংগঠক মো. নজরুল ইসলাম প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. শেখ এ. রাজ্জাক রাজু। বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহŸায়ক কাজী আবদুর রহমান, সদস্য সচিব এম. নজরুল ইসলাম খান, সহ সভাপতি মো. হোসাইন রিন্টু, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল জিকু, মো. জাহাঙ্গীর আলম, মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, মো. নাজমুল আলম ভূঁইয়া, মো. ইরফানুল হক, মো. আশরাফ, মো. আমজাদ হোসেন, শাহনাজ ইসলাম, এড. হিমাদ্রী শেখর, হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, শামসুল আবেদীন সবুজ প্রমুখ।
বাচিক শিল্পী মেজবাহ উদ্দীন চৌধুরী ও মো. সাজ্জাদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, “সু-শিক্ষা সবার অধিকার, শিক্ষক মানুষ গড়ার কারিগর”। বিগত দশকগুলোতে সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিকেএ’র অন্তর্ভূক্ত সহ¯্রাধিক প্রতিষ্ঠান যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে। তবে এই উদ্যোক্তাদের সার্বিক অনটনে সরকারের আরো ভূমিকা প্রয়োজন। বিজ্ঞপ্তি