বুধবার থেকে অফিস সময় ৮টা-৩টা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সপ্তাহে দুই দিন

34

পূর্বদেশ অনলাইন
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রী ও সংশ্লিষ্টরা অংশ নেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আগামী বুধবার থেকে (২৪ আগস্ট) সব সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।বর্তমানে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময় নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত।সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের জন্য অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং একই সঙ্গে ট্রাফিক জ্যামও একটা ডিস্ট্রিবিউটেড হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষামন্ত্রীর প্রস্তাবও (শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি) অনুমোদন করা হয়েছে। উনিও নির্দেশনা দিয়ে দিচ্ছেন-সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দুই দিন কবে কবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেটি উনি (শিক্ষামন্ত্রী) ঘোষণা দেবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করবে। শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তাহে দুই দিন ছুটি কবে থেকে কার্যকর হবে-জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, এটা সার্কুলার জারি করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে অফিস সময় নতুন করে নির্ধোরণ করা হয়েছে। সকাল ৯টা-৫টার পরিবর্তে ৮টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।