বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বিটিভির অনুষ্ঠান ‘জয়তু বুদ্ধ সাসনং’

60

 

 

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপুর্ণিমা উপলক্ষে সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘জয়তু বুদ্ধ সাসনং’। ধর্মীয় সংগীত, নাচ ও নাটিকার মাধ্যমে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে গৌতম বুদ্ধের জীবনের একটি অংশ তুলে ধরা হয়েছে নাটিকার মাধ্যমে। ধর্মীয় সংগীতে ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত শিল্পী নিশিতা বড়ুয়া ছাড়াও অনুষ্ঠানে ‘ধর্মরাজিক ললিতকলা একাডেমি’র প্রায় দুই শতাধিক শিল্পী অংশগ্রহণ করেছেন।
বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। অনুষ্ঠানের গ্রন্থণা ও পরিকল্পনায় ছিলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া। আজ রাত ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে।