বুড্ডিষ্ট ইয়ুথ ফ্রেন্ডশীপ গ্রুপের সেমিনার

24

 

বুড্ডিষ্ট ইয়ুথ ফ্রেন্ডশীপ গ্রুপ, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘Let’s Choose Your Carrier Path’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি ৮ এপ্রিল নন্দনকানন ফুলকি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আধুনিক এবং পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থায় নিজেদের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে একাডেমিক ক্যারিয়ার গঠনে সময়োপযোগী এই সব বিষয়ে সহযোগিতা, আলাপচারিতা ও আড্ডা নিয়ে বুড্ডিষ্ট ইয়ুথ ফ্রেন্ডশীপ গ্রুপ, বাংলাদেশ এ সেমিনার আয়োজন করেছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বিহারের অধ্যক্ষ এস. লোকজিৎ থের। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন BYFG এর সাধারণ সম্পাদক হৈমন্তী বড়ুয়া (ইমু), Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সুমন বড়ুয়া (PhD, জাপান) ও হিরদারামানি বাংলাদেশের CFO রাসেল বড়ুয়া (এফসিএমএ, এসিএমএ (UK), সিজিএমএ)। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন BYFG এর স্টিয়ারং কমিটির সদস্য অভিজিৎ বড়ুয়া, BYFG এর সভাপতি অরুপ রতন বড়ুয়া ও সেমিনারের সদস্য সচিব শান্তুনু বড়ুয়া। সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এই সেমিনারটির আহবায়ক প্রকৌশলী অমিত বড়ুয়া।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সঞ্চারী বড়ুয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘Let’s Choose Your Carrier Path’ ২০২২ আহবায়ক প্রকৌশলী অমিত বড়ুয়া। বিজ্ঞপ্তি