বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া ও ফজল আহমেদের স্মরণসভা

33

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া ও আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদের মৃত্যুতে স্মরণ সভা, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের কনফারেন্স অনুষ্ঠিত হয়। মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান। সংসদের জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদেও ডেপুটি কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মিরসরাই উপজেলা কমান্ডার কবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, আবুল হোসেন মাস্টার, মোঃ হারুন, নুর মোহাম্মদ, দিলীপ কান্তি দাশ, কামাল উদ্দিন, নুরুল আমিন, মোঃ ইসহাক (যুদ্ধাহত), আহমেদ হোসেন চেয়ারম্যান, বনগোপাল দাশ, মোঃ বেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম খান ও মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদের সন্তান মুজিবুল ইসলাম প্রমূখ। স্মরণ সভায় সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মোঃ সাহাবউদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম কমান্ডার হারুন মিয়া ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজল আহমেদের সংগ্রামী আদর্শ আমাদের প্রেরণার উৎস। সংগ্রাম, ত্যাগ ও লড়াইয়ের মাধ্যমেই তাঁর রাজনীতির শুরু ও শেষ। মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য তাঁরা আজীবন লড়াই করেছেন। দেশের জন্য মুক্তিযুদ্ধে লড়াই করেছেন মাঠে-ময়দানে। কমান্ডার হারুন মিয়া ও ফজল আহমেদ ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর। তাঁদের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে আমৃত্যু কাজ করে গেছেন এই দুই বীর মুক্তিযোদ্ধা।