বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল

9

 

৬০ এর দশকে ছাত্র আন্দোলনের পরিচিত মুখ, তৎকালীন চট্টগ্রাম কলেজের ছাত্র, বীর মুক্তিযোদ্ধা, ব্যাংকার শামসুল হক চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী কাল ২৩ সেপ্টেম্বর। হাটহাজারীর উত্তর মাদার্শা গ্রামের দরফ চৌধুরী বাড়ির এই কৃতিসন্তান অবিভক্ত ভারতের সাবেক সেনা কর্মকর্তা ওবায়দুল হক চৌধুরীর পুত্র। তিনি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের জনসভায় যোগ দেন এবং সেই জনসভার আহবানে ‘স্টেট ব্যাংক অব পাকিস্তান’ এর সরকারি চাকরি ছেড়ে যুদ্ধে সংযুক্ত হন। পরবর্তীতে তিনি ‘বাংলাদেশ ব্যাংক’ ও ‘সোনালী ব্যাংক’ এর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুতে কিছুকাল শিক্ষকতাও করেন। তিনি বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর পিতা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি