বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

12

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল কবির (৭৬) গতকাল সোমবার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। বিকাল সাড়ে ৫টায় মরহুমের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের আতœীয় পীরে কামেল মৌলানা কবির আহমদ আজমী। এর আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরহুমের কফিনে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান,কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ও থানার উপপরিদর্শক (এসআই) গোলাম ছরওয়ারসহ থানা পুলিশের একটি দল। জানাযার মাঠে বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম এমএ, মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, মকছুদুল হক ছুট্টু, মরহুমের জামাতা চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রমুখ।