বীর মুক্তিযোদ্ধা টি এম ইসমাঈল আর নেই

8

সীতাকুÐের ভাটিয়ারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ভাটিয়ারী মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাসপাতাল ও ভাটিয়ারী শহীদ মিনারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা টি এম ইসমাঈল (৮২) শনিবার দুপুর ২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তিনি ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোডের পশ্চিম পার্শ্বে মিরবাগ নিবাসী মরহুম সৈয়দুর রহমানের ১ম পুত্র। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যা, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তিনি ৩৪ বছর ভাটিয়ারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি শহীদদের স্মরণে নির্মিত ভাটিয়ারী স্মৃতি অম্লান সৌধ এবং মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবার লক্ষ্যে ভাটিয়ারী মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করেন। শনিবার বাদ আছর আগ্রাবাদ সিডিএ জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা এবং উপজেলার ভাটিয়ারী মীরবাগ ফকির মিয়াজি বাড়ি জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা টি এম ইসমাইল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সীতাকুÐ আসনের সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, আবদুল্লাহ আল বাকের ভুঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।- সীতাকুÐ প্রতিনিধি