বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানের ইন্তেকাল

39

বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বান গত ৪ জুন আরব আমিরাতের শারজায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭। মরদেহ একটি বিশেষ বিমানে আজ সকাল সাড়ে ৮টায় ঢাকায় এসে পৌঁছাবে এবং ৯ জুন বাদ যোহর চকরিয়া উপজেলার বিএম চর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
গোলাম রাব্বান বাংলাদেশ আওয়ামী লীগ প্রথম জাতীয় কমিটির সদস্য, অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (১৯৬৬-৬৭), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের (১৯৬৮) সভাপতি এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ১নং সেক্টরে গেরিলা যুদ্ধের অন্যতম সমন্বয়কারী এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সম্মুখ যুদ্ধে বিএলএফ এর অপারেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
গোলাম রাব্বান এর ইন্তেকালে শোক প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুন, আনোয়ারুল আজিম, এস এম মাহবুব-উল আলম, মোহাম্মদ ইউনুচ, মীর মোহাম্মদ শাহরিয়ার, এস এম সামসুল ইসলাম, সাংবাদিক পংকজ কুমার দস্তিদার, মোহাম্মদ ইদ্রিছ, তোফায়েল আহমদ, কিরণ লাল আচার্য, মোজাম্মেল হক চৌধুরী, ইসমাইল মিয়া শাহ, সেকান্দর আলী, মুকুল দাশ, এ কে এম মাহতাবুল ইসলাম, সুশীল বিকাশ নাথ, সিরাজুল ইসলাম, ভানুরঞ্জন চক্রবর্তী, দীপংকর চৌধুরী কাজল, আবুল ফজল, অধ্যক্ষ আবদুল মালেক, ওবায়দুল হক, শরীয়ত উল্লাহ, আবদুর রহমান সিকদার, এমরান মিয়া শাহ, অধ্যাপক আবু সৈয়দ, ফরহাদ আলী ও রোকন উদ্দিন আহমদ।
পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন রাজনীতিক এম এ সালাম, শেখ আতাউর রহমান, মোছলেম উদ্দিন আহমদ এমপি, মফিজুর রহমান, মাহতাব উদ্দিন চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন, খোরশেদ আলম সুজন, এডভোকেট ফরিদুল ইসলাম, মুজিবুর রহমান, রেজাউল করিম, শামসুদ্দিন আহমেদ, আনোয়ারুল আজিম, আবুল হাশেম, এম এ জাফর, মো. ইউনুছ, কাজী আবু তৈয়ব, চৌধুরী মাহবুবুর রহমান, অধ্যাপক শওকত হোসেন, জামশেদুল আলম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি