বীর মুক্তিযোদ্ধা আবুল মোস্তফাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

12

 

সাতকানিয়ার ছদাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরীর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল মোস্তফা চৌধুরী গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে মৃতুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রাম জেলা থেকে আগত চৌকশ পুলিশ বাহিনীর সমর মজুমদারের নেতৃত্বে বিয়গল বাজিয়ে ছদাহা ইউনিয়নের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আবুল মোস্তফা চৌধুরীকেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে ও ১ মিনিট নিরবতা পালন করেন। পারিবারিক মসজিদ প্রাঙ্গনে বিকেল ৫টায় মরহুমের জানাযার নামজ অনুষ্ঠিত হয়। এসময় তার কপিনে জাতিয় পতাকা দিয়ে গার্ড অব অনার প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মো: শাহজাহান, মুক্তিযোদ্ধাদের মধ্যে হুমায়ন কাদের, নুরুল ইসলাম, বাদল বৈদ্য, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি হুমায়ন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাবেদ ইকবাল, সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম প্রমুখ। তিনি বাধ্যক্ষ জনিত রোগে আক্রান্ত হয়ে মৃতুবরণ করেন। এসময় উপজেলা প্রশাসন, সাতকানিয়া থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জাননো হয়। বিজ্ঞপ্তি