বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

17

 

আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম এর দু’দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বাদে জুমা দেওয়ান বাজারের মাছুয়া ঝর্ণাস্থ ফকির মোহাম্মদ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজা ও রাষ্ট্রীয় সম্মান প্রদান অনুষ্ঠানে ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি এস এম সরওয়ার কামাল দুলু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জসিম উদ্দিন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, ব্যক্তিগত সহকারী এডভোকেট ইমরান হোসেন বাবু, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মো. মোজাহিদুল ইসলাম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক, আনোয়ারা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লী অংশ নেন। এর আগে সকাল সাড়ে ১০টায় আনোয়ারার হাইলধরস্থ দক্ষিণ ইছাখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আনোয়ারা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। এসময় আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার সহ প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম বৃহস্পতিবার রাত ১১টা ২০মিনিটে শহরের বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭১বছর। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ ও দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা, দক্ষিণ জেলা কৃষক লীগের প্রথম সহ সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি, স্কুল, কলেজ মসজিদ-মাদ্রাসা সহ নানা সামাজিক কর্মকাÐের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে যান। বিজ্ঞপ্তি