‘বীরকন্যা প্রীতিলতা যুগ যুগ ধরে প্রেরণার উৎস’

19

চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডাক্তার রাজীব রঞ্জন বলেছেন, বীরকন্যা প্রীতিলতা নারী জাগরণের অগ্রদূত। যুগ যুগ ধরে তিনি নারীর প্রেরণার উৎস হয়ে থাকবেন। অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সাহস ও আত্মত্যাগের প্রতীক। দেশপ্রেমের মহিমায় প্রীতিলতার মত আত্মত্যাগের উদাহরণ সত্যিই বিরল। বীরকন্যা প্রীতিলতার জীবন সংগ্রামকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি গত ৫ মে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পটিয়ার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী।
অনুষ্ঠানে সংগীত শিক্ষক বরুণ পালিত ও কমল সরকারের পরিচালনায় প্রীতিলতা সাংস্কৃতিক জোটের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এছাড়াও অঞ্জন কান্তি বিশ^াসের আর্থিক সহযোগিতায় শিশু খাদ্য সামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়। বিজ্ঞপ্তি