‘বীরকন্যা প্রীতিলতা নারীর প্রেরণার উৎস’

14

পটিয়ার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের মাষ্টারদা সূর্যসেন সেমিনার হলে ভারতের আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা মরণোত্তর স্মারক প্রদান অনুষ্ঠান গত ২২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হয়। প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্ত্তীর সভাপতিত্তে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির সম্পাদক অধ্যাপক দেবকন্যা সেন। আরো অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের গবেষক ভাষ্কর ডি. কে. দাশ (মামুন), লায়ন উজ্জ্বল কান্তি বড়–য়া, রাজনৈতিক ব্যক্তিত্ব হায়দার আলী চৌধুরী, লায়ন দুলাল কান্তি বড়–য়া, শিক্ষক অজিত কুমার শীল, ট্রাস্ট্রি মোহাম্মদ আলী, ট্রাস্টি বিশ^জিৎ দেব, আজীবন সদস্য দৈনিক প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুল রাজ্জাক, আজীবন সদস্য জয়নাল আবেদীন ও অধ্যাপক শিপলু কুমার দে, সংগীত শিক্ষক বরুন পালিত, ট্রাস্টের শিক্ষক চন্দন দাশ, মঞ্জু রায়, কৃষ্ণা দে, জহরলাল দেব, বিধান মিত্র প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেবকন্যা সেন বলেন, বীরকন্যা প্রীতিলতা যুগ যুগ ধরে নারীর প্রেরণার উৎস হয়ে থাকবে। অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সাহস ও আত্মত্যাগের প্রতীক। বিজ্ঞপ্তি