বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উৎসবের প্রস্তুতি সভা

16

বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা গণসাংস্কৃতিক মঞ্চে তারুণ্যের মাঝে সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির প্রয়াসে সপ্তাহব্যাপী উৎসব আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হবে। সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
প্রধান অতিথি থাকবেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এছাড়া প্রতিদিন রাষ্ট্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক উৎসবে চট্টগ্রাম, পটিয়া, বোয়ালখালীসহ ৪০টি সাংস্কৃতিক সংগঠন তাদের সাংস্কৃতিক কার্যক্রম উপস্থাপন করবেন। একইসাথে নির্দিষ্ট একদিন কবি গানের আসরে বাইন দোহারীসহ ২৫ জন লোককবি উপস্থিত থাকবেন।
৩ ডিসেম্বর বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি ট্রাস্টের আজীবন সদস্য, কর্মকর্তাদের অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগীতা কামনা করেন। ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত প্র্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি মোহাম্মদ আলী, কৃষ্ণা চক্রবর্তী, বিশ^জিত দেব, আজীবন সদস্য প্রবোধ রায় চন্দন, জয়নাল আবেদীন, রূপক চক্রবর্তী, শিক্ষক মঞ্জুশ্রী রায়, কৃষ্ণা দে, সুলতানা রাজিয়া, রূপশ্রী চক্রবর্তী, প্রিয়া বিশ^াস, চন্দন দাশ, সংগীত শিক্ষক বরুণ পালিত, আকরাম হোসেন, রাহুল দে, বিপ্লবী দলের সদস্য রাহুল দে, প্রান্ত দে, আকাশ দে, প্রমা দে প্রমুখ। বিজ্ঞপ্তি