বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগ ইতিহাসে বিরল : ফ্রান্সের রাষ্ট্রদূত

7

 

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মারিন স্খু ১০ অক্টোবর সকালে পটিয়ার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় তিনি ট্রাস্টের শিশুকানন স্কুল, সংগীত, নৃত্য, তবলা, সেলাই, চিত্রাঙ্কন ও কম্পিউটার আউটসোর্সিং বিভাগের চলমান কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি বীরকন্যা প্রীতিলতার জীবনাদর্শ ধারণ করে প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহŸান জানান। তিনি বলেন, বীরকন্যা প্রীতিলতার আত্মত্যাগ ইতিহাসে বিরল।
এসময় উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ এর পরিচালক ড. সালভাম থরেজ, প্রীতিলতা ট্রাস্টের উপদেষ্টা ও চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজের ১ম ডেপুটি ডাইরেক্টর ড. গুরুপদ চক্রবর্তী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমদ, এডিশনাল এসপি (পটিয়া সার্কেল) তারিক রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, ১০নং ধলঘাট ইউপি চেয়ারম্যান ও ট্রাস্টের আজীবন সদস্য রণবীর ঘোষ টুটুন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী, ট্রাস্টি মো. আলী, কৃষ্ণা চক্রবর্তী, আজীবন সদস্য দিপ্তী ভট্টাচার্য্য, রূপক চক্রবর্তী, ইউপি সদস্য রণধীর চক্রবর্তী এবং বীরকন্যা প্রীতিলতা শিশুকাননের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। রাষ্ট্রদূতকে ট্রাস্টের চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি পোষাক উপহার দেন। শেষে রাষ্ট্রদূত প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিজ্ঞপ্তি