বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব

6

এ বছরের জানুয়ারীতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছিল ডানহাতি পেসার তাসকিন আহমেদের। এরপর নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দারুণ বল করেছিলেন তিনি। একই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডেতে সিরিজে। ২০২১ সালের জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে তাই আবারো অন্তুর্ভুক্ত হতে যাচ্ছেন তাসকিন। তার সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৯ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া এক বছরের নিষেধাজ্ঞার কারণে চুক্তি থেকে বাদ পড়েছিল সাকিবের নাম। এবার তিন ফরম্যাটের চুক্তিতে ফিরছেন তিনি।
আর ইনজুরি ও বাজে ফর্মের কারণে তাসকিন গত ৩ বছর ধরেই বিসিবির কেন্দ্রীয় চুক্তির বাইরে। যদিও তার ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে শুধু ওয়ানডে এবং টেস্টের জন্য চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারেন। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তারা জানিয়েছে, এ বছর ১৮ জন ক্রিকেটার বিসিবির কেন্দ্রিয় চুক্তিতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। আগামী বোর্ড সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। ক্রিকবাজ আরো জানিয়েছে, বোর্ডের এবারেরে চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক পেতে যাচ্ছেন মুশফিকুর রহিম। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান যথারীতি ওয়ানডে এবং টি-টোয়েন্টির চুক্তিতে পুর্নবহাল থাকছেন। অফ ফর্মে থাকা লিটন দাসও থাকছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে।