বিসিবির উদ্যোগে স্বস্তিতে রুমানা

57

স্পোর্টস ডেস্ক
……………..
করোনা ভাইরাসের কারণে চার মাসেরও বেশি সময় ধরে দেশের ক্রিকেট স্থগিত। তাই ক্রিকেটাররা বাধ্য হয়েই ঘরবন্দি হয়ে পড়েছেন। ক্রিকেট থেকে বাইরে থাকলেও ক্রিকেটাররা ঘরে থেকেই ফিটনেস নিয়ে কাজ করছেন। তবে বেশির ভাগ ক্রিকেটারের ঘরে নেই ফিটনস নিয়ে কাজ করার জন্য জিমের সরঞ্জাম। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যাদের বাসায় এই সব সরঞ্জাম নেই তাদেরকে বিনামূল্যে সরঞ্জাম দেওয়ার উদ্যোগ নিয়েছে।
জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ১৪ জুলাই গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন রুমারা। নারী দলের এই ক্রিকেটার ফিজিওকে জানিয়েছেন তার কি কি সরঞ্জাম প্রয়োজন। রুমানা বলেন, ‘একটা বিষয় ভালো লাগছে যে এখন আমরা স্বস্তিতে থাকতে পারছি। আমাদের কিছু হলে বিসিবিকে জানাতে পারছি। ভালো লাগছে যে আমাদের একটা অভিভাবক আছে। বিসিবি’র আরো একটি উদ্যোগ ভালো লেগেছে, যে বিসিবি থেকে আমরা সাইকেলসহ জিমের সরঞ্জাম পাচ্ছি।’