বিসিএলে মিঠুনের ডাবল সেঞ্চুরি

18

 

জাতীয় দল থেকে বাদ পড়ে চলমান বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যাট হাতে বেশ ছন্দে আছে মোহাম্মদ মিঠুন। টুর্নামেন্টের আগের ৩ ম্যাচে ৫ ইনিংসে একটি করে শতক আর ফিফটিতে করেছেন ২৫৫ রান। গতকাল (মঙ্গলবার) মিরপুরে খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলতে নেমে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২৮৭ বলে ২৭ চার ও ৩টি ছয়ের মারে এই মাইলফলক স্পর্শ করেন মিঠুন। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে মিঠুনের সর্বোচ্চ ছিল ১৮৬ রান। চলতি বিসিএলের প্রথম ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে খেলেছিলেন ১৭৬ রানের ইনিংস। এবারের বিসিএলে এটি দ্বিতীয় ডাবল শতক। এর আগে তৌহিদ হৃদয় এই কীর্তি দেখিয়েছেন। চট্টগ্রামে বিসিবি দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ২১৭ রান করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার। এই টুর্নামেন্ট দিয়ে ওপেনার বনে যাওয়া মিঠুনের ডাবলে ভর করে মধ্যাঞ্চল বিসিবি দক্ষিণাঞ্চলের করা প্রথম ইনিংসের ৩৮৭ রান টপকে যাওয়ার পথে রয়েছে।