বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের সভা রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজন জীবনযাত্রার পরিবর্তন

7

বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটে সংগঠনের কার্যালয়ে শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। চিকিৎসা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান। এর আগে র‌্যালি চমেক হাসপাতালের আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, সাধারণ সম্পাদক আবুল হোসেন শাহীন, ডা. আবু ইউসুফ মো. নুরউদ্দিন জাহাঙ্গীর, ডা. মো. সালেহউদ্দিন সিদ্দিকী, ডা. সাগর চৌধুরী, ডা. রাজীব দে, ডা. শ্রীপতি ভট্টাচার্য্য, ডা. একরাম হোসেন, ডা. আবদুল হামিদ সাগর ও ডা. সৌরভ দাশ উপস্থিত ছিলেন। অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের অন্যতম কারণ। কেউ উচ্চ রক্তচাপে ভুগলে জীবনযাত্রার পরিবর্তন ও ওষুধ সেবনের মাধ্যমে তা নিয়ন্ত্রণের অনুরোধ জানান তিনি। বিজ্ঞপ্তি