বিশ্ব আর্চারি : দলগত রিকার্ভ থেকে বাংলাদেশের বিদায়

2

 

প্রথম সেট ড্র। দ্বিতীয় সেটে জয়। তাতে দারুণ আশা জাগাল বাংলাদেশ। কিন্তু রোমান-রাম কৃষ্ণ-রুবেল ছন্দ হারালেন শেষ দুই সেটে। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসের পুরুষ দলগত রিকার্ভের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ইয়াঙ্কটনে দলগত বিভাগের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে বেলজিয়ামের কাছে ৫-৩ সেট পয়েন্টে হারে বাংলাদেশ।
দলের হয়ে খেলেন রোমান সানা, রাম কৃষ্ণ সাহা ও মোহাম্মদ হাকিম আহমদে রুবেল। জমজমাট লড়াইয়ে প্রথম সেটে বেলজিয়ামের বিপক্ষে ৫৫-৫৫ পয়েন্টে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় সেট দল জিতে নেয় ৫৭-৫০ ব্যবধানে। এগিয়ে যায় ৩-১ সেট পয়েন্টে। কিন্তু ঘুরে দাঁড়িয়ে ৫৮-৫৩ পয়েন্টে তৃতীয় সেট জিতে নেয় বেলজিয়াম। চতুর্থ সেটে লড়াই জমে বেশ, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায় ৫৪-৫৩ ব্যবধানে। যুক্তরাষ্ট্রের এই আসরে বাংলাদেশের খেলা বাকি আছে রিকার্ভ পুরুষ এককে। সেখানে খেলবেন রোমান, রামকৃষ্ণ ও রুবেল।