বিশ্বসাহিত্যে আলী রজার রচনা আলোচিত

69

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘মধ্যযুগের কবি আলী রজা ওরফে কানু শাহ ছিলেন অসাম্প্রদায়িকতা ও মানবতাবাদের কবি। তিনি ছিলেন মরমী সাধক,চট্টগ্রাম তথা বাংলায় তিনি সুফীবাদের আধ্যাত্মিক উত্তরসূরী। সুফীবাদ-প্রেমবাদের ধারায় সিক্ত সুফী-সংগীত ও বৈষ্ণব ভাবগীতির পথিকৃৎ রচয়িতা হলেন আলী রজা। আজ থেকে ১০২ বছর আগে ১৯১৭ সালে আবদুল করিম সাহিত্যবিশারদের সম্পাদনায় কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে আলী রজার কাব্যগ্রন্থ ‘জ্ঞানসাগর’ প্রকাশিত হয়েছে। এই ‘জ্ঞানসাগর’ এখন শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যেও আলোচিত হচ্ছে।
গত বুধবার,‘আঠারো শতকের কবি আলী রজা ওরফে কানু শাহ’ শীর্ষক সেমিনারে ড. ইফতেখার একথা বলেন। আনজুমানে মোত্তাবিয়ানে কানু বাবা (র) এর উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মো. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন লোকসংগীত গবেষক ও দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর ফিচার স¤পাদক প্রদীপ দেওয়ানজী, শাহজাদা মৌলানা এমদাদুল হক সিদ্দিকী, ডেইলি স্টারের ব্যুরো প্রধান তুষার হায়াত চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পীরজাদা হাফেজ মৌলানা নিজাম উদ্দিন সিদ্দিকী। মূল প্রবন্ধে নাসির উদ্দিন হায়দার বলেন, আলী রজার বৈষ্ণব গীতে হিন্দু-মুসলমানি ভাব সংশ্লেষে আধ্যাত্মিকতা পরিস্ফুট। বৈষ্ণব পদে রাধা-কৃষ্ণের লীলার বর্ণনা পাওয়া যায়। এ কারণে সাহিত্যিকরা তাকে ‘মুসলমান বৈষ্ণব কবি’ বলে সাব্যস্ত করেছেন। সেমিনারের এক পর্যায়ে পুঁথি সংগ্রাহক ও গবেষক আবদুল করিম সাহিত্যবিশারদ (মরণোত্তর), বাংলা সাহিত্যের মধ্যযুগ গবেষক ড. আহমদ শরীফ (মরণোত্তর), ইতিহাস গবেষক জামাল উদ্দিন, লোকসাহিত্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক শামসুল আরেফীন এবং আলী রজা গবেষক এসএম আবদুল আলীম (মরণোত্তর)-কে সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। জামাল উদ্দিন ও শামসুল আরেফীন সাহিত্য সম্মাননা গ্রহণের পরে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। শেষে কানু শাহর গান পরিবেশন করেন মরমী শিল্পী আহমেদ নুর আমিরী ও গীতা আচার্য। খবর বিজ্ঞপ্তির