বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাপ্তাহিক কর্মঘণ্টা

45

 

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সপ্তাহে শিক্ষা ও গবেষণা খাতে কত ঘণ্টা কাজ করবেন, তা নির্ধারণ করে প্রণয়ন করা ‘টিচিং লোড ক্যালকুলেশন নীতিমালা-২০২২’ অনুমোদন দিয়েছে ইউজিসির পূর্ণ কমিশন। নীতিমালা অনুযায়ী সপ্তাহে একজন শিক্ষকের মোট কর্মঘণ্টা হবে ৪০। শিক্ষার্থীদের ক্লাস নেওয়া, গবেষণাগার (ল্যাবরেটরি) পরিচালনা, থিসিস সুপারভিশন ইত্যাদি কাজে গড়ে ১৩ ঘণ্টা ব্যয় করতে হবে একজন শিক্ষককে। বাকি সময় প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়ন, গবেষণা, বই বা প্রবন্ধ লেখা ও বিভাগের প্রশাসনিক কাজে ব্যয় করতে হবে। ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ণ কমিশনের সভায় এই নীতিমালা ছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ নীতিমালা এবং ‘ইউজিসি প্রফেসরশিপ’ সংশোধিত নীতিমালা অনুমোদন দেওয়া দেওয়া হয়েছে।