বিশ্ববাসীর সমর্থন আদায় করে মুজিবনগর সরকার

11

 

বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগর : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাঙালি জাতিসত্তার মূর্ত প্রতীক ও চেতনার বাতিঘর। বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মুজিবনগর দিবসের আলোচনা সভা গত ১৭ এপ্রিল নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগরের আহŸায়ক মো. হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, আন্তর্জাতিক সমাজবিজ্ঞানী ও লেখক অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাবলিক প্রসিকিউটর ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অ্যাডভাকেট কামরুন নাহার বেগম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক, বিশিষ্ট লেখক মোহাম্মদ খোরশেদ আলম, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা মো. জসিম উদ্দিন চৌধুরী, বাঁশখালী চানপুর চা বাগানের ব্যবস্থাপক মো. আবুল বাশার, ৪১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মাঈনুল ইসলাম, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এড. চন্দন পালিত, শেখ নজরুল ইসলাম মাহমুদ, মহানগর সড়ক পরিবহন লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ।

কাউন্সিলর শহিদুল আলম : নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম বলেছেন, মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১৯৭০ এর নির্বাচনে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে একটি সাংবিধানিক সরকার আত্মপ্রকাশ করে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম মেম্বার, ওসমান গনি খোরশেদ, আওয়ামী লীগ নেতা সরোয়ার আলম,জাহাঙ্গীর আলম রানা, মোহাম্মদ ইলিয়াস, আব্দুল হামিদ, আবু তাহের, মাসুদুজ্জামান মামুন, ১৭নং ওয়ার্ড যুবলীগ নেতা আমজাদ হোসেন, সাবেক ছাত্রনেতা ও ১৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা নাদিম উদ্দিন,আফজাল হোসেন, সমর দাশ, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের মুন্না খান মোমিনুল হক, মোহাম্মদ রফিক, সোহেল সিকদার,রোহানুল ইসলাম, বাকলিয়া থানা ছাত্রলীগ সদস্য শাফায়াত নেয়াজ প্রমুখ।পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি