বিশ্বজুড়ে বেড়েছে ইহুদি-বিদ্বেষ: ইসরায়েলি গবেষণা

14

 

বিশ্বজুড়ে বাড়ছে ইহুদি-বিদ্বেষ। গত বছর বিশ্বে ইহুদি-বিদ্বেষ নাটকীয়ভাবে বেড়েছে বলে জানানো হয়েছে ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনে। এতে বলা হয়েছে- বিশ্বের দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি এবং অস্ট্রেলিয়ায় ইহুদি-বিদ্বেষ সবচেয়ে বেশি বেড়েছে। এর প্রধান কারণ, দেশে দেশে উগ্র ডানপন্থি ও উগ্র বামপন্থিদের উত্থান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি। বুধবার এ প্রতিবেদন প্রকাশ হয়েছে। এদিনটি ইসরায়েলের হলোকাস্ট দিবস। ইসরায়েলে এ দিনটি ইয়ম হাসোয়াহ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানিরা ইউরোপজুড়ে ৬০ লাখ ইহুদিকে নির্মমভাবে হত্যা করে। নিহত সেই ইহুদিদের স্মরণে হলোকাস্ট দিবস পালন করে অসছে ইসরায়েল। বিবিসি জানায়, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিজ বিভাগের ‘সেন্টার ফর ‘দ্য স্টাডি অব কনটেম্পোরারি ইউরোপীয়ান জিউরি’ এর ‘দ্য অ্যান্টি সেমিটিজম ওয়ার্ল্ডওয়াইড রিপোর্ট ২০২১’ বিশ্বব্যাপী কয়েকডজন গবেষণার বিশ্লেষণ, আইনপ্রয়োগকারী প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং হুইদি সংগঠনগুলো থেকে পাওয়া তথ্যর ভিত্তিতে তৈরি করা হয়েছে।