বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ আজ

33

কাতার বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের প্রথম পর্বে কোন দলকে পাচ্ছে বাংলাদেশ তা জানা যাবে আজ সকালে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে লটারীর মাধ্যমে নির্ধারণ হবে ফিফা র‌্যাংকিংয়ে এশিয়ার নিচের ১২ দেশের ভাগ্য। যেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান, মঙ্গোলিয়া, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলংকা। ফিফার সর্বশেষ র‌্যাংকিংই ঠিক করে দিয়েছে কাতার বিশ্বকাপের বাছাইয়ের প্রথম পর্বই খেলতে হচ্ছে বাংলাদেশকে। সর্বশেষ র‌্যাংকিংয়ে এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৪১ নম্বরে। যার অর্থ নিচের ১২ দেশের মধ্যে ৭ নম্বরে। প্রথম ৬ এ থাকা মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান ও মঙ্গোলিয়ার যে কোনো একটি দেশই হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ।