বিশ্বকাপে পাকিস্তান কেন ভারতের কাছে হারে বারবার

47

ব্যতিক্রম শুধু আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ২০১৭ ফাইনালসহ মুখোমুখি হওয়া পাঁচ ম্যাচের তিনটিতে পাকিস্তান হারিয়েছে ভারতকে, বাকি দুই ম্যাচ জিতেছে ভারত। এ ছাড়া আইসিসির বৈশ্বিক কোনও টুর্নামেন্ট যাতে ‘বিশ্ব’ কথাটা যুক্ত থাকে, কোনও এক অজ্ঞাত কারণে পাকিস্তান ভারতের কাছে শুধু হেরেই চলেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির সর্বকালের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াকার ইউনিসের কাছে এটি খুব দুঃখের। ওয়াকার এই হারের যে কারণ খুঁজে বের করেছেন, সেটি জটিল কোনও বিজ্ঞান নয় বা কোনও তুকতাকের ব্যাপারও নয়। ভারত পাকিস্তানের চেয়ে ভালো খেলে! টুইটার প্ল্যাটফর্ম অ্যাট গেøাফ্যানস অফিসিয়ালে ভক্তদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ওয়াকার এর পেছনে যে কারণটা বলেন তাহলো, শ্রেয়তর দল হিসেবেই জেতে ভারত। ‘গত কয়েকটি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে জিততে পারেনি, এটাই সত্য। আমরা অন্য ফরম্যাটে ভালো করি, টেস্টে ভালো করেছি। কিন্তু যখনই বিশ্বকাপ ও ওয়ানডে আসে ভারত সবসময়ই আমাদের চেয়ে ভালো করে।’-বলেছেন ওয়াকার।