বিশ্বকাপে দল নিয়ে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ

3

 

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। উদ্বোধনী দিনেই গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে লড়তে হবে টাইগারদের। পরে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে টাইগাররা। বাংলাদেশ প্রত্যাশিত গ্রুপ সেরা হলে তাদের লড়তে হবে সুপার ইলেভেনের গ্রুপ ‘টু’ তে থাকা পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, আফগানিস্তান ও ‘এ’ গ্রুপে রানার্স আপ দলের বিপক্ষে। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পথচলা খুব একটা সুখকর নয়। সব মিলিয়ে ১০৭ আন্তর্জাতিক ম্যাচে ৩৮ জয়ের বিপরিতে টাইগারদের হার ৬৭ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে রেকর্ডের অবস্থা আরো নাজুক। ২৬ ম্যাচে ৬ জয়ের বিপরীতে হার ২০ ম্যাচ। তবে সা¤প্রতিক সময়ের পারফরম্যান্স পুঁজি করে বিশ্বকাপে ভালো করার আশায় বুক বাধছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।