বিশ্বকাপে কলির ইতিহাস

4

বিশ্বকাপ শুটিংয়ে এর আগে বাংলাদেশের কোনো শুটারই ফাইনালে পৌঁছাতে পারেননি। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন কামরুন নাহার কলি। জাকার্তায় চলমান বিশ্বকাপ শুটিংয়ে মেয়েদের ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ফাইনাল খেলে অষ্টম হয়েছেন এই শুটার। এর আগে বাছাইপর্বে ষষ্ঠ হয়েছিলেন কলি। তার স্কোর ছিল ৬২৮.৪। ফাইনালে আটজনের ১৪৮.৫ স্কোর নিয়ে অষ্টম হয়েছেন তিনি। ইভেন্টে স্বর্ণ জিতেছেন হাঙ্গেরির মেসজারোস এস্তার। রৌপ্য জিতেছেন পোল্যান্ডের স্তাঙ্কিভিচ।