বিশুদ্ধানন্দ মহাথের’র জন্ম ও প্রয়াণ দিবস পালন

172

সুদর্শন মহাবিহার অগ্রসার মহাকমপ্লেক্সের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষু ২৪তম মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্যভাণক বিদ্ধানন্দ মহাথের’র ১১২তম জন্মবার্ষিক ও ২৬তম মহাপ্রয়াণ দিবসকে কেন্দ্র করে বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামবাসীর উদ্যোগে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভিক্ষুসংঘের সমন্বয় সভা রাউজানের হোয়ারাপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
মহাকারুণিক তথাগত বুদ্ধ ভাষিত অভিধর্ম পিটকের ‘পূর্ণাঙ্গ পদ্ঠান’ ৮ দিনব্যাপী পাঠ করার মাধ্যমে ২ মার্চ সমাপনী দিন উপলক্ষে সকালবেলা অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান, জ্ঞাতিভোজন এবং বিকেলবেলা একক সদ্ধর্মদেশনা প্রদান করেন খৈয়াখালী ধম্মাবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা বিহারাধ্যক্ষ ভদন্ত উ. পঞ্ঞাচক্ক মহাথের। উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক রতনশ্রী মহাথের, সহ-উপসংঘনায়ক জীবনানন্দ মহাথের ও আনন্দমিত্র মহাথের, সভাপতি সুনন্দ মহাথের, সহ-সভাপতি জ্ঞানানন্দ মহাথের, অধ্যাপক সুমেধানন্দ মহাথের, ড. প্রিয়দর্শী মহাথেরসহ পন্ডিত ভিক্ষুসংঘ। ভদন্ত সুমিত্তানন্দ থের’র নেতৃত্বে অনুষ্ঠানে সৌম্যম বড়ুয়া, নয়ন বড়ুয়া, পুলক বড়ুয়া, বিপস্সী বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, রনি বড়ুয়া (১), মনতোষ বড়ুয়া, রনি বড়ুয়া (২), জিকু বড়ুয়া, পনি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি