বিল্স’র দুই দিনব্যাপী কর্মশালা

49

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স-এর উদ্যোগে বিল্স-ডিজিবি-বিডবিøউ প্রকল্প কার্যক্রমের অংশ হিসাবে “নারী ও যুব নেতৃত্বকে ট্রেড ইউনিয়নের মূল শ্রোতধারায় সম্পৃক্তকরণ” বিষয়ক ২-দিনব্যাপী এক কর্মশালা নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে ২৯-৩০ জুন অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্ধোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিল্স-লেবার রিসোর্স এন্ড সাপোর্ট সেন্টার পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রমিক নেতা এ এম নাজিমউদ্দিন। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামার্ণ-ভিত্তিক সংস্থা বিল্স-ডিজিবি-বিডবিøউ এর এশিয় অঞ্চলের কার্যক্রম সমন্বয়ক ড. ইন্দিরা গার্টেনবার্গ। কর্মশালায় বক্তব্য রাখেন বিল্স-লেবার রিসোর্স এন্ড সাপোর্ট সেন্টার পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা তপন দত্ত, বিল্স-এর প্রজেক্ট কনসালটেন্ট আবু ইউসুফ মোল্লা। কর্মশালায় বিভিন্ন বিষয়-ভিত্তিক সেশনসমূহ পরিচালনা করেন ড. ইন্দিরা গার্টেনবাগ, শ্রম ইস্যুতে গবেষক আহমেদ ফজলুল্লাহ বাকী, বিল্স-এর সিনিয়র অফিসার রিজওয়ান রহমান খান। ২-দিনের কর্মশালাটি সঞ্চালনা করেন বিল্স-এর সিনিয়র অফিসার পাহাড়ী ভট্টাচার্য। কর্মশালায় বিল্স-এর সহযোগি জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহের মনোনীত ২০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। এছাড়া উপ¯হাপিত রিপোর্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, গ্রপওয়ার্ক ও এ্যাকটিভিটিজ প্ল্যানিং-সহ বিভিন্ন প্লেনারী সেশনে অবজারভার হিসাবেও বিল্স-এর সাথে সম্পৃক্ত ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক-গবেষকগণ উপ¯িহত ছিলেন। ২-দিনের কর্মশালায় এশিয় অঞ্চলে ট্রেড ইউনিয়ন কার্যক্রমে নারী ও যুবদের অব¯হান, বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আন্দোলন ও শ্রম সেক্টর পরি¯িহতি, চট্টগ্রামে তৈরী পোষাক শিল্প, নিমার্ণ, হোটেল, হেলথ, বন্দর ও রেলওয়েতে বিল্স-ডিজিবি-বিডবিøউ প্রকল্পের আওতায় ২০১৯-২০২১ মেয়াদের সাম্ভাব্য কার্যক্রম বিষয়েও বিস্তারিত পর্যালোচনা শেষে কর্ম-পরিকল্পনা চুড়ান্ত করা হয়। বিজ্ঞপ্তি